টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন হলো পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ
ভেসে গেল টুমনি নদীর ভাসাপুল আর অজয়ের অস্থায়ী সেতুও জলের তলায়। বিচ্ছিন্ন হল পশ্চিম বর্ধমানের সাথে বীরভূমের অন্যতম যোগাযোগ মাধ্যম। শুরু হলো দুর্ভোগ। টানা বৃষ্টিতে বৃহস্পতিবার রাত থেকেই বাড়ছে দক্ষিণবঙ্গের নদীগুলিতে জল। শুক্রবার বিকেলে টুমনি নদীর জলের তলায় চলে গেল বীরভূমের সাথে বর্ধমান যাওয়ার অন্যতম যোগাযোগ মাধ্যম কাঁকসার শিবপুরের ভাসাপুল এবং অজয়ের জলের তলায় অস্থায়ী সেতু। নারায়ণ চন্দ্র নন্দী নামের স্থানীয় বাসিন্দা বলেন,” আমাদের চরম দুর্ভোগ। অজয়ের সেতুর সাথে সংযোগকারী রাস্তা হচ্ছে। সেই রাস্তাও উড়ালপুল করা না হলে গোটা এলাকা জলমগ্ন হয়ে যাবে। অজয় আর টুমনির জল একসাথে বাড়লে যাতায়াত ও দূরের কথা এলাকায় হয়ে যাবে প্লাবিত।”