দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুদিন ব্যাপী মল্লার উৎসব
লক্ষ্মী চ্যাটার্জী _ সঙ্গীত সংস্থা “অনুরনন ” এর পরিচালনা য় দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে দুদিন ব্যাপী “মল্লার উৎসব ” হয়ে গেল।দুদিন ব্যাপী এই শাস্ত্রীয় সংগীতের অনুষ্ঠানে, বহু স্বনামধন্য শিল্পী র পরিবেশনা ছিল মনে রাখা র মতো। ২৭শে জুলাই অনুষ্ঠানে র প্রথমদিন শাস্ত্রীয় সংগীতশিল্পী মন্দিরা লাহিড়ী, অত্যন্ত আবেগ দিয়ে, গৌড় মল্লার রাগ পরিবেশন করেন।এরপর পণ্ডিত পার্থ বোস সেতার এ মিঞা মল্লার, পরিবেশন করেন। সহযোগী শিল্পী রাও তাদের দক্ষতা র পরিচয় দেন। যা সমগ্র শ্রোতামণ্ডলী কে মুগ্ধ করে। বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপভোগ করেন, দুর্গাপুর নগর নিগম এর প্রধান প্রশাসক, সংগীতশিল্পী অনিন্দিতা মুখার্জি, সংগীত গুরু বিমল মিত্র, কবি অনিরুদ্ধ ভট্টাচার্য, বিপ্লব চ্যাটার্জী,আত্রেয়ী ঘোষ,ডঃ প্রদীপ যাদব, আর, ডি গৌতম প্রমুখ।
দ্বিতীয় দিনে শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী রোজি দত্ত অত্যন্ত দক্ষতা র সাথে গৌড় মল্লার রাগ পরিবেশন করেন। তাকে তবলায় সহযোগিতা করেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত তরুণ তবলাবাদক পিনাকী চক্রবর্তী। যা সকল দর্শক মন জয় করে নেয়। সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন, সাহিত্য সংগীত কলামঞ্চের সম্পাদক রঞ্জিত কুমার এবং বরুণ রায়।
