ক্ষুদিরাম স্মরণ দুর্গাপুরে
আজ ১১ ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৭ তম আত্মোৎসর্গ দিবস পাড়ার কচিকাঁচাদের নিয়ে পালন করলো জনান্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা। ক্ষুদিরামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ সংগীত আবৃত্তি পরিবেশন বক্তব্যের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয় তারপর প্রভাত ফেরী মাধ্যমে এলাকার বিভিন্ন পাড়ায় প্রদক্ষিণ করা হয়। তারপর শুরু হয় বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কচিকাঁচারা।
জানান্তিক সংস্থার সভাপতি অধ্যাপিকা সুচেতা কুন্ডু জানান প্রতিবছরের ন্যায় এ বছরও যথাযোগ্য মর্যাদার সাথে ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের দিনটি পালন করা হলো। ছোটদের এবং সংস্থার সদস্যরা একবার বিদায় দে মা ঘুরে আসি গানটি গেয়ে এই বীর বিপ্লবীকে শ্রদ্ধা জানান হয়। এলাকার বিশিষ্ট মানুষজন এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন।