ফের ট্রেন দুর্ঘটনা , হাওড়া মুম্বাইগামী ট্রেন লাইনচ্যুত

ঝাড়খণ্ডের চক্রধরপুর ডিভিসনের চক্রধরপুর রাউলকেল্লা রেলপথে পোটো বেরা গ্রামের কাছে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মঙ্গলবার ভোররাতে হাওড়া মুম্বাই মেলের ১৮টি কামরা লাইনচ্যুত হওয়ায় রেল সূত্রে খবর ২ যাত্রীর মৃত্যু ও ২০ জনের বেশি যাত্রী আহত হয়েছেন। রেল সূত্রে খবর এদিন ডাউনলাইন থেকে একটি মাল গাড়ি আসছিল, মাল গাড়ি লাইনচ্যুত হওয়ায় তার একটি বগি রেললাইনে পড়ে যায় সেই সময়ই হাওড়া মুম্বাই মেল দ্রুত গতিতে এসে মাল গাড়ির ওই কামরায় ধাক্কা মারলে এই দুর্ঘটনাটি ঘটে। ইতিমধ্যে উদ্ধার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। কি কারনে এই রেল দুর্ঘটনা তারাও তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page