বিনামূল্যে কানের সমস্যার পরীক্ষা করালো অন্ডাল DVC

নিঃ সঃ অন্ডাল : – সম্পূর্ণ বিনামূল্যে কানের সমস্যার পরীক্ষা করালো অন্ডাল DVC CSR এর মেডিক্যাল ইউনিট। এই অনুষ্ঠানে সহযোগিতায় করেছে স্বেচ্ছাসেবী সংগঠন অন্ডাল গ্রাম পঞ্চায়েত এমিশ অন্ডাল মানবিক এবং পশ্চিম বর্ধমান স্কাউট গাইড ফেলোশিপ । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিভিসি অধিকারী সুধীরকুমার ঝা অন্ডাল বিডিও অন্ডাল গ্রাম পঞ্চায়েতের প্রধান ডিভিসির সি এর সি এস এর ম্যানেজার শামীম আহমদ সহ অন্যান্যরা। এই কানের সমস্যা পরীক্ষা করা হয় ২০৬ জনের । ডিভিসির পক্ষ থেকে জানানো হয় যে আমাদের টার্গেট ছিল ১০০ জন কিন্তু আরও বক্তি যদি আসলে প্রত্যেক জন কে পরীক্ষা করানো হবে। এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী তাদের কানের মেশিন বিনামূল্যে দেওয়া হবে। অন্ডাল ব্লক আধিকারিক জানান অন্ডালে এই প্রথম কানের সমস্যার স্ক্যান করা এবং বিনামূল্যে কানের মেশিন প্রদান করা এর জন্য বহু মানুষের উপকার হবে আমরা চাই ডিভিসি এরকম আর উন্নয়নমূলক কাজ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page