“কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ অন্ডালে”

নিঃ সঃ, অন্ডাল : – অন্ডাল ব্লকের অন্তর্গত অন্ডাল হিন্দি স্কুল থেকে শুরু করে সমস্ত সাউথবাজারে আজ মোট ১৪ টি বুথের সমস্ত এলাকায় রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। রুট মার্চের সাথে সাথে সাধারণ পথ চলতি মানুষের সাথেও কথা বললেন। মানুষের মনে ভয় যাতে না থাকে তার জন্যেই ভোট নির্ঘন্ট এর দিন ঠিক হওয়ার আগে থেকেই পশ্চিম বর্ধমানের অন্ডালে প্রথম কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হল।