সংবাদদাতা, অন্ডাল : – উত্তর পল্লী সর্বজনীন দুর্গাপূজা কমেটি উত্তর বাজার অন্ডাল পরিচালনায় নবজাগরণ সমিতির ৩৯ তম দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হলো।এই পূজা কমেটির সম্পাদক তারা প্রসাদ মুখার্জি জানান দেখতে দেখতে ৩৮টি বছর পার করে ৩৯ তম পুজোতে পা দিলো হিন্দু শাস্ত্র মতে আমাদের এই পুজো করে আসছি । তবে প্যানডামিক এর কারণে এখন কভিড চলছে এর জন্য আমরা সরকারি নিয়ম মেনে প্যান্ডেল করছি কারণ আমাদের এই পুজোয় লোকজনের ভীড় হয়ে থাকে, যাতে এই ভীড় না হয় তার ব্যবস্থা করেই আমরা প্যান্ডেলে জায়গা বেশি রাখছি। আমাদের এখানে ভলান্টিয়াররা থাকবে,মাস্ক এবং স্যানিটাইজার এর ব্যবস্থা করা হবে আমরা চাই এই পুজোর চার দিন সকলেই আনন্দের মধ্যে কাটায় তবে এ বছর আমাদের পুজোর থিম হল কেদারনাথ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। নবজাগরণ সমিতির পরিচালন কমেটির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই এই বছর ও প্রত্যেক পুজো কমেটিকে ৫০০০০ হাজার অনুদান দেওয়ার জন্য।