“উৎসবে নিজেদেরকে রাঙিয়ে নিতে পাণ্ডবেশ্বরে শুরু হল দোল উৎসব”

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : – মঙ্গলবার সকাল থেকে পাণ্ডবেশ্বরের বিভিন্ন এলাকায় রং খেলতে এবং হরিনাম সংকীর্তন শোভাযাত্রায় নিজে খোল বাজিয়ে শোভাযাত্রা করতে দেখা গেল পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে। পাণ্ডবেশ্বরের রক্ষাকালী মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যমে শুরু হয় এবারের বসন্ত উৎসব। শোভাযাত্রাটি গিয়ে পৌঁছায় পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড়ে, এবং বিভিন্ন এলাকা পরিভ্রমণ করে , সেখানে এই উৎসবে যোগ দেন এলাকার বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষজন। পাণ্ডবেশ্বর এর মহাল, ছোড়া অঞ্চলের শংকরপুর এলাকা এবং দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামের দোল উৎসবে যোগ দেন বিধায়ক। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, এই দোল সর্বসাধারণের দোল। আজ পাণ্ডবেশ্বর এর আপামর জনসাধারণ এই দোল উৎসবে মেতে উঠেছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দোল উৎসব সম্প্রীতির নজির গড়েছে পাণ্ডবেশ্বর। তিনি আরো জানান পাণ্ডবেশ্বর এর প্রত্যেকটি মানুষ সারা বছর যেন এইভাবে রঙিন থাকে।