বরযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ী ব্রিজের মধ্যে। চাঞ্চল্য রানীগঞ্জে।

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর – বরযাত্রীর বাস ঢুকে গেল অস্থায়ীভাবে নির্মাণ হওয়া ব্রিজের মধ্যে। অল্পের জন্য রক্ষা পেল বরযাত্রীতে আসা মানুষজন। বেহাল ব্রিজ নিয়ে উঠল রাজনৈতিক তরজা। দাবি করা হলো অবিলম্বে একদিনের মধ্যেই গড়ে তুলতে হবে অস্থায়ী ব্রিজ। অভিযোগ উঠল টাকা তছরূপের। শুক্রবার রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বল্লভপুর থেকে নুপুর যাওয়ার ব্রিজ কয়েক দিনের মধ্যে ভেঙে যাওয়ায় উঠল এমনই সব অভিযোগ।
প্রায় একমাস আগেই রানীগঞ্জের বল্লভপুরের ওই অংশে নিকাশি নালার ওপর গড়ে ওঠা একটি দীর্ঘ প্রাচীন ব্রিজ অতিরিক্ত পণ্য বোঝায় যান চলাচলের কারণে, ভেঙে যায়। নষ্ট হয় ব্রিজের কাঠামোর বেশ কয়েকটা অংশ। এরপরই ওই ব্রিজের ওপর চাপ কমানোর লক্ষ্যে তার পাশে গড়ে ওঠে এক অস্থায়ী ব্রিজ। শুক্রবার সেই অস্থায়ী ব্রিজের ওপর দিয়ে বরযাত্রীর বাস যাওয়ার সময় গত দুদিনের বৃষ্টির কারণে, ওই ব্রিজের মধ্যে থাকা ভরাট করার সামগ্রী জলের তোড়ে ভেসে চলে যাওয়ায়, ওই ব্রিজটি দুর্বল হয়ে পড়ে, আর তারপরই, তার মধ্যে এবার বরযাত্রীর বাস যাওয়ার সময় সেই বাস ওই ব্রিজের মধ্যে ঢুকে যায়, যদিও তার মধ্যে শুধু চালক ও খালাসী থাকায় বড়সড়ো কোন দুর্ঘটনা না হলেও ওই বাসটিকে ব্রিজের মধ্যে থেকে উঠিয়ে আনতে বড় ক্রেন নিয়ে বাসটিকে তোলা হয়, সেই অস্থায়ী ব্রিজের থেকে।