আসানসোলে শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোডশো অভিষেক বন্দোপাধ্যায়ের

আসানসোলে শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোডশো অভিষেক বন্দোপাধ্যায়ের

নিজস্ব প্রতিনিধি, আসানসোল – প্রথম দফার ভোটে মাথা ভাঙা হয়েছে। দ্বিতীয় দফার ভোটে ভেঙেছে ঘাড়। তৃতীয় দফায় মেরুদণ্ড। চতুর্থ দফায় আপনারা ভাঙবেন কোমর। পঞ্চম দফায় ভাঙবে হাত ও কনুই। ষষ্ঠ দফায় ভাঙা যাবে পা ও হাঁটু। আর সবচেয়ে সপ্তম দফার ভোটে ১ জুন ডায়মন্ডহারবারে আমি ভাঙবো সারা শরীর। এই ভাবেই বিজেপি হবে চূর্ণবিচূর্ণ। শুক্রবার বিকেলে আসানসোলের রোডশোর শেষে এইভাবে বিজেপিকে হুঁশিয়ারী দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ঘাসফুলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বলেন, ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আসানসোলের মানুষ বিজেপিকে এখান থেকে জয়ী করেছিলেন। কিন্তু আট বছরে বিজেপি আসানসোলের জন্য কিছুই করেনি। তাই ২০২২ সালে, যখন এখানে উপনির্বাচন হয়েছিল, আসানসোলের মানুষ শত্রুঘ্ন সিনহাকে আশীর্বাদ করেছিলেন। এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথও শত্রুঘ্ন সিনহার চেষ্টায় আসানসোলে গত দুবছরে অনেক উন্নয়ন হয়েছে। এখন আবার নির্বাচনের পালা এসেছে। তাই শত্রুঘ্ন সিনহাকে গতবারের চেয়ে বড় ব্যবধানে জেতাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page