গোবর্ধন দিকপতি বাউরির মূর্তি প্রতিষ্ঠা দুর্গাপুরে।






পলাশীর যুদ্ধে পরাজয়ের পর, বক্সারের যুদ্ধে শোচনীয় হার, ভারতবর্ষের পরাধীনতার দিক নিশ্চিত হতে থাকে। তারপর ভারতবর্ষ স্বাধীন হয়,১৯৪৭ সালের ১৫ই আগষ্ট। কিন্তু দুশো বছরের এই পরাধীনতার ইতিহাস নিরবিচ্ছিন্ন সংগ্রামের ইতিহাস। ইংরেজ শাসনের শোষণের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে ভারতবাসী বিভিন্ন সময়ে প্রতিরোধ গড়ে তুলছে।এর মধ্যে উল্লেখ যোগ্য হল,সাঁওতাল বিদ্রোহ,কোল বিদ্রোহ,চুয়ারবিদ্রোহ,সিপাহী বিদ্রোহ প্রভৃতি।চুয়ারবিদ্রোহের অন্যতম নায়ক ছিলেন,গোবর্ধন দিকপতি বাউরি।তার মূর্তি আজ অর্থাৎ ১৪ ই এপ্রিল দুর্গাপুরে , সিটি সেন্টার এ প্রতিস্হাপিত হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জী, কিষাণ ক্ষেত মজুরকমিটির সম্পাদক গৌড় চন্দ্র পাল, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ বন্দোপাধ্যায়, বাউরি সমাজের সম্পাদক সুমন্ত বাউরি প্রমুখ। উপস্থিত সুধীজনেরা তাদের বক্তৃতা য় স্বাধীনতা আন্দোলনের সময় বাউরি সমাজের অবদান কথা বলেন। পড়ে গোবর্ধন দিকপতি বাউরি র মূর্তি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে র সঞ্চালনা করেন বিশিষ্ট বাচিক শিল্পী লক্ষ্মী চ্যাটার্জী। অনুষ্ঠানে জনসমাগম ছিল চোখে পড়ার মত।
লক্ষ্মী চ্যাটার্জী