বর্দ্ধমান -দুর্গাপুর লোকসভা কেন্দ্রে র প্রার্থী দিলীপ ঘোষ চা-চক্রে।



আসন্ন লোকসভা নির্বাচনে নিজেদের জয় সুনিশ্চিত করতে সব রাজনৈতিক দলই জনসংযোগে জোড় দিচ্ছে। বর্ধমান -দুর্গাপুর কেন্দ্র র ভারতীয় জনতা পার্টি র প্রার্থী দিলীপ ঘোষ প্রাতঃভ্রমন সেরে, বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই কে সঙ্গে নিয়ে, ফুলঝোড় মোড়ে চা-চক্রে যোগ দেন।তিনি তার বক্তৃতা য় বলেন দল জয়ের জন্য ই তাকে এখানে পাঠিয়েছে। জয়ের ব্যাপারে তিনি ভীষন আশাবাদী। চা-চক্রে উপস্থিত সাধারণ মানুষের সাথে, কথা বলে, তাদের সমস্যার কথা জানতে চান। এরপর তৃনমুল কর্মী দের সাথে বি জে পি কর্মী দের বচসা দেখা যায়। ধস্তাধস্তি ও দেখা যায়। এলাকায় উত্তেজনা ছড়ায়। স্কুল শুরু র সময়ে ব্যাপক জনসমাগম থাকায় সাধারণ মানুষ কিংকর্তব্য বিমুঢ় হয়ে পড়ে। পড়ে নিউটাউন শিপ থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
লক্ষ্মী চ্যাটার্জী দ্রুতগামী নিউজ