এইবার উত্তর প্রদেশের নির্বাচন খুব জটিল ছিল। সমাজবাদী পার্টি, কংগ্রেস এবং তৃণমূলকংগ্রেস সংবাদমাধ্যম প্রায় কিনে নিয়েছিল যারফলে সবাই ভেবেছিল অখিলেশ সরকার গড়বে। কিন্তু বি জে পি একটা কাজ করেছিল জাতপাতের লড়াই বাদ হিন্দু চেতনা জাগ্রত করতে সমর্থ হয়েছিল। যোগী সরকারের সবচেয়ে বড় কৃতিত্ব হল বঞু পুরানো মাফিয়া রাজকে ধ্বংস হয়েছিল পাশাপাশি বিশ্বনাথ মন্দির এর সংস্কার সাধন, রামলালা মন্দির স্হাপন মানুষের মনে দাগ কাটে।উত্তর প্রদেশ ের মানুষ ভাবে যোগীজী এবং মোদি তী র জোট সর্বোত্তম । যার ফলে বিপুল জয় আসে।পাঞ্জাবে আপ সরকার জয়ের কারন হল একানকার এডুকেশন পুরো দিললীর ধাঁচে হচ্ছিল। স্বাস্থ্য পরিষেবা ও অত্যন্ত উন্ন ত হয়েছিল। বিদ্যুৎ পুরো ফ্রী করে দেওয়া হয়,। এছাড়া দুর্নীতি র বিরুদ্ধে লড়বার প্রতিশ্রুতি দেওয়া হয় এর পুরো সুবিধা পায় কেজড়ীওয়াল সরকার।বিজেপি র বিভিন্ন রাজ্যে যে ব্যাপক জয় তার জন্য অনেক কারন রয়েছে। বিরাট উন্নয়ন হয়েছে হৃষীকেশ এবং কর্ণপ্রয়াগের লাইনে, কেদারনাথ বিগাগে রাস্তা র কাজ খুব ভালো হয়েছে এবং এক পদমর্যাদা এক পেনশন প্রকল্প ও ভালো কাজ দিয়েছে।উত্তরাখণ্ড বিজেপির হাতে এসেছে। পাণ্জাবে কেজরী ওয়ালা সরকার একবার তাকে সুগোল দেওয়ার কথা বলেন, এই কথাটাই কাজে আসে।তিনি দুর্নীতি মুক্ত সরকার গড়ার কথা বলেন যা মানুষের খুব পচ্ছন্দ হয়। আি আম আদমি পার্টি ক্ষমতায় আসে।