“বেতন বৃদ্ধির দাবি নিয়ে ডি.আই. এর দ্বারস্থ আইসিটি কম্পিউটার শিক্ষকরা”

সাথে সাথে বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরে বেতন বৃদ্ধির আবেদনও লিখিত আকারে জানালেন স্কুল পরিদর্শককে। সংগঠনের জেলা সভাপতি রাজীব অধিকারী এবং সহ-সভাপতি সঞ্জয় রানা জানান চাকুরীর স্থায়িত্ব পেলেও তাদের বেতন একটুও বাড়েনি, পাঁচ বছর ধরে এজেন্সির অধীনে থেকে তারা যে বেতন পেতেন বর্তমানেও সেই ৮০০০ টাকা বেতন পাচ্ছেন তারা। জেলা সংগঠনের যুগ্ম সম্পাদক সৌরভ সরকার এর দাবি, তাদের যেন অতিসত্বর সরকারের পক্ষ থেকে এঙ্গেজমেন্ট লেটার দেওয়া হয়। উপস্থিত সদস্য শ্রীকান্ত রায় ও বিশ্বজিৎ লাহিড়ী দের বক্তব্য অনুযায়ী সরকারের নির্দেশ অনুযায়ী তাদের স্বাস্থ্যসাথীর সুবিধার কথা উল্লেখ থাকা সত্ত্বেও এখনো তারা সেই সুবিধা থেকে বঞ্চিত।
আবেদনপত্র জমা দেওয়ার পর সংগঠনের রাজ্য কমিটির সদস্য বিট্টু নন্দী সংবাদমাধ্যমকে জানান, ডি.আই শ্রীযুক্ত অজয় কুমার পাল মহাশয় তাদের সমস্যার কথা সহানুভূতির সঙ্গে শোনেন এবং তাদের আবেদন পত্র উর্দ্ধতন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করার আশ্বাস দেন। বিগত দিনের মতো এই দিনেও অভিভাবকের মতো পাশে থেকে ওনাদের সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবেন বলে আশাবাদী বিট্টু বাবুরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page