সংবাদদাতা, কুলটি :-আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের কর্মরত ট্রাফিক পুলিশ কর্মী রঞ্জিত কুমার ঘোষ আজ শনিবার কুলটির নিয়ামতপুর মোড়ে ডিউটি করেছিলেন। সকালে নিয়ামতপুর লিথুরিয়া রোডে যানজট সৃষ্টি হয়।সেই সময় কর্মরত ট্রাফিক পুলিশ রঞ্জিত কুমার ঘোষ যানজট সরাতে গিয়ে এক টোটো চালক,ট্রাফিক পুলিশ কর্মীর উপর চড়াও হয় এবং ট্রাফিক পুলিশ কর্মী রঞ্জিত কুমার ঘোষের পোশাক ধরে হেনস্থা করা হয়।যার ফলে তার সেই পুলিশ কর্মীর পোশাকের বোতাম ছেড়ে যায় এমনই অভিযোগ করলেন ট্রাফিক পুলিশ কর্মী রঞ্জিত কুমার ঘোষ।ঘটনার পরেই টোটো চালক টোটো ছেড়ে পালিয়ে যায়।পরে টোটোটিকে ট্রাফিক পুলিশ বাজেয়াপ্ত করে এবং নিয়ামতপুর ফাঁড়ি পুলিশের হেফাজতে দিয়ে দেওয়া হয় । ঘটনার খবর শুনে ট্রাফিক ইনচার্জ ইমতিয়াজুল হক ঘটনাস্থলে আসে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করে।