সংবাদদাতা, জামুরিয়া : – বিধায়ক এর বর্ষপূর্তি উপলক্ষে বহুলা গ্রাম বাসীর পক্ষ থেকে এক সভার আয়োজন করা হয়। বিধায়কের এক বছর পূরণ হওয়ার আনন্দে গ্রামবাসীরা প্রথমে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং কে দিয়ে কেক কেটে সভার শুভ আরম্ভ করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং গৌড় পাল, শুভজিৎ মন্ডল চন্দন পাল এবং বহুলা গ্রামবাসী বৃন্দ। বিধায়ক হরে রাম সিং বলেন এই এক বছরের মধ্যে শব দাহ চুল্লি এবং আটটি হাই মাক্স ল্যাম্পপোস্টের উদ্বোধন করা হয়। দিদির এই উন্নয়নের পথে আমি আরো উন্নয়ন করবো জামুড়িয়ার জন্য।