সংবাদদাতা /অন্ডাল : – অন্ডাল থানার রিয়েল কাজোড়ার বাসিন্দা রবীন যাদব (২৪) নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন । বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় নিখোঁজের খবর জানানো হয় । যুবকের সন্ধানে নামে পুলিশ । বৈকাল নাগাদ মাধবপুর খোলামুখ খনি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের পরিতক্ত বাইকটি । যেখান থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয় , এক সময় সেখানে ইসিএলের ওসিপি ছিল , যা বর্তমানে বন্ধ রয়েছে , যা বৃষ্টির জল জমে জলাশয়ে পরিণত হয়েছে । এলাকার মানুষ এই জলাশয় টিতে স্নান করেন । যথারীতি বুধবার সকালে স্থানীয় কয়েকজন জলাশয়ে স্নান করতে গেলে জলের নিচে মোটরসাইকেল দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয় । পুলিশ এসে দড়ির সাহায্যে মোটরসাইকেলটি জল থেকে টেনে তুলে থানায় নিয়ে যায় । মোটরসাইকেলের নম্বরের সাহায্যে মালিককে খুঁজে বের করা হয় । জিজ্ঞাসাবাদে যুবকের বাবা জানান , আমার ছেলে মঙ্গলবার রাত থেকে নিখোঁজ রয়েছে । হত্যার আশংকা প্রকাশ করে পুলিশ দিনভর তল্লাশি চালিয়ে ওই জলাশয়ের একটু দূরে একটা জঙ্গলে যুবকের খোঁজ চালায় , শেষ পর্যন্ত সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জঙ্গল থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয় । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় । স্থানীয় বাসিন্দা মহম্মদ আজিজ জানান , নিহতের বাবা মহাবীর যাদব পেশায় গরু পালন করে দুধ বিক্রি করে সংসার চালান । একই সাথে নিহত বেকার ছিল সারাদিন বন্ধুদের সাথে ঘুরাঘুরি করতো । তার একটি পুরাতন মডেলের পালসার বাইক ছিল । মঙ্গলবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বাইকে বেরোনোর পর থেকে সে নিখোঁজ ছিল । সন্দেহের ভিত্তিতে পুলিশ নিহতের তিন বন্ধুকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে । এমনকি মঙ্গলবার রাতেও ওই বন্ধু নিহতের সঙ্গে ছিলেন , তাই অনুমান করা হচ্ছে । তবে এই ঘটনার পিছনে তার বন্ধুরাই রয়েছে না এই ঘটনার সঙ্গে অন্য কিছু জড়িয়ে আছে নিহতের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ । এসিপি ( অন্ডাল ) তাহেদ আনোয়ার জানান , ঘটনার তদন্ত চলছে । সন্দেহের ভিত্তিতেধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । ঘটনার সত্যতা শিগগিরই জানা যাবে ।