এই সুখবর পেয়ে পুজোর মুখে ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্ট এসোসিয়েশনের দূর্গাপুরের সভাপতি সুভাষ চন্দ্র মিশ্রা জানান যে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ন্যাশনাল ইউনিয়ন অফ জার্নালিস্টস (ইন্ডিয়া) -এর দুইজন সদস্য মনোনীত হয়েছেন। NUJ- এর সাধারণ সম্পাদক প্রসন্ন মোহান্তি এবং সংগঠনের দুইবারের সভাপতি প্রজ্ঞানন্দ চৌধুরী । সংগঠনের রাজ্য সভাপতি তথা বাংলার বিশিষ্ট সাংবাদিক প্রজ্ঞানন্দ চৌধুরী, নির্বাচিত হলেন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্য । এই খবরটি আমাদের কাছে অত্যন্ত গর্বের। আশা রাখি তার মাধ্যমে বাংলার সংবাদ মাধ্যমের কর্মীরা বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট উপকৃত হবেন। আমরাও এগিয়ে যেতে পারবো। প্রজ্ঞানন্দ বাবুর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।এছাড়া দূর্গাপূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা অভিনন্দন জানাই ।