Skip to content
সংবাদদাতা /আসানসোল : – বকবন্দি সেতু ও গোপালনগর সেতু পরিদর্শন করলেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।বুধবার এই পরিদর্শন করা হয়েছে।জানা গিয়েছে দিন কয়েক আগে নিম্নচাপের টানা বর্ষণের জেরে কালিপাহাড়ির বকবন্দি সেতু খতিগ্রস্থ হয়েছে।এর পাশাপাশি গোপালনগর সেতুও খতিগ্রস্থ হয়েছে।তাই এদিন এই দুটি খতিগ্রস্থ সেতুটি আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি সরজমিনে পরিদর্শন করেছেন।এই খতিগ্রস্থ সেতুদুটি খুব শীঘ্রই মেরামতির করার আশ্বাস দিয়েছেন আসানসোল পৌরনিগমের প্রশাসক অমরনাথ চ্যাটার্জি।