“প্রধানমন্ত্রী বাঙালিদের ওপরে ভরসা করছেন না। দীর্ঘ সাত বছরের দিল্লী যাত্রার পর এমনটাই অভিমত বাবুল সুপ্রিয়র”

দিল্লি থেকে ফিরে বুধবার হাওড়া স্টেশনে এমনটাই জানালেন। তিনি আরও বলেন, মানুষের জন্যে কাজ করতে মমতা দিদির নেতৃত্বে কাজ করতে পারলে ভালোই হবে। বাংলা থেকে যাঁরা বিজেপিতে গিয়ে জিতেছিলেন তাঁদের সাথে কোনো ভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছেনা এটাও তিনি উপলব্ধি করেছেন এবং সে প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন।
পদত্যাগ পত্র দেওয়ার বিষয়ে তিনি বলেন, সময় লাগবে।
তিনি ভবাণিপুরে উপনির্বাচনে মমতা ব্যানার্জির জয়ের বিষয়েও নিশ্চিত মনো ভাবপোষণ করেন। ভবানীপুরে কাউকে প্রচার করতে লাগে না যেখানে দিদি দাঁড়িয়ে আছেন,
দিল্লির ফ্ল্যাট থেকে জিনিষপত্র নিয়ে এদিন তিনি দিল্লি – হাওড়া স্পেশাল ট্রেনে হাওড়া স্টেশনে পৌঁছন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page