“হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে গিয়ে প্রাণ হারালেন বাঙালি দুই পর্বতারোহী “
প্রাণ হারালেন বাংলার দুই পর্বতারোহী। সন্দীপ কুমার ঠাকুরতা এবং ভাস্কর কুমার মুখার্জি প্রাণ হারিয়েছেন গত ২৪ সেপ্টেম্বর। নেটওয়ার্কের অভাবে সেই খবর এসে পৌঁছায় সোমবার।
সেপ্টেম্বরের ১১ তারিখে হিমাচল প্রদেশে ট্রেকিংয়ে যান সন্দীপ এবং ভাস্কর সহ ৭ জনের টিম। মৃত ২ পর্বতারোহীরই বাড়ি বেলঘরিয়ায় এবং প্রত্যেকেই পর্বতারোহনে পারদর্শী। পাহাড়ে নতুন নতুন রাস্তা খুঁজে বের করার নেশাতেই আবার গিয়েছিলেন হিমাচলের খামিঙ্গা পাসে। ৫,৮০৫ মিটার উচ্চতার পারাজিও কল, ডিবি বক্রি কল এবং হোমস কল পেরোনোর কথা ছিল এই দলের। পারাজিও কল পেরোনোর পরে খামিঙ্গা পশে নেমে এই দুর্ঘটনা ঘটে। যদিও ধস অথবা তুষারঝড় না হওয়ায় মনে করা হচ্ছে অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ২জনের। প্রায় ২৫-৩০ বছরের পর্বতারোহণের অভিজ্ঞতা ছিল তাদের। সূত্রের খবর এদের উদ্ধার করতে ৩ দিন সময় লাগবে। ৩২ জনের এক উদ্ধারকারি দল গঠণ করা হয়েছে যার মধ্যে ১৬ জন জওয়ান ১০ জন দোগরা স্কাউট ও১০ জন পোর্টার আছে। দলটি প্রথমে খাঁ , চানকানটাগো হয়ে থাংগো, ধরথানগো তার পর কামিংগড়ে পোঁছাবে।এই দুর্গম যায়গায় হেলিকপ্টার পাঠানো সম্ভব নয় তাই দলের সদস্যদের উদ্ধার করতে ৬ দিন লাগতে পারে।