দ্রুতগামী সংবাদ /সংবাদদাতা আসানসোল : – প্রিয়াংসু র জন্মদিন পালন করে গরীব শিশু দের কে নিয়ে সুকান্ত রায় ও তার স্ত্রী । তার পুত্র আজ দু বছরের হলো। তাঁদের ছেলের জন্ম দিন টি গরীব শিশু দের কে নিয়ে মাংস, ভাত, মিষ্টি খাওয়ার ব্যবস্থা করেছেন। তার এই আয়োজন এর দায়িত্বভার অল ইন্ডিয়া হিউম্যান রিসোর্স কে দেন। চেয়ারম্যান বুম্বা মুখার্জি বলেন ওনাদের এই মানসিকতা কে কুর্ণীশ জানাই । প্রিয়াংসুর জন্য ভালবাসা আর অনেক অনেক আশীর্বাদ , ভালো থাকুক প্রিয়াংসু সুস্থ থাকুক । অনেক বড়ো হোক। তিনি আরও বলেন যে আপনারা উৎসাহ দেন বলেই এগোচ্ছে দিন প্রতিদিন । এত মানুষ এগিয়ে আসছেন বলেই আজ আমরা ফুডব্যাঙ্ক ১০৭০ দিনে অতিক্রান্ত করলাম ।