উদযাপিত হল ” বিশ্ব আদিবাসী দিবস ২০২১”
দ্রুতগামী সংবাদ,/অন্ডাল : – রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কাজোড়া সরেষে ডাঙ্গায় উদযাপিত হলো “বিশ্ব আদিবাসী দিবস” । কোড়া, ওয়াং ও সাঁওতাল সম্প্রদায় এর পরিচালনায় সরেষে ডাঙ্গার ফুটবল প্রাঙ্গণে কভিড বিধি মেনে ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্টান ।এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্ডাল ওসি শান্তনু অধিকারী, বিশনুদেব নুনিয়া,কেশবচন্দ্র ব্যানার্জি, তারা প্রসাদ মুখার্জি প্রমুখ আধিকারিক। এছাড় ও অনুষ্টানে উপস্থিত ছিলেন আদিবাসী বেক্তি বর্গ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পর এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।